Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বৈকুন্ঠপুর খাল

 

বৈকুন্ঠপুর গ্রামের ভিতর দিয়ে খালটি বয়ে গেছে।খালটিতে সব সময়ই প্রায় পানি থাকে এবং পানির রং ঘন নীল । এই খালে মাছ পাওয়া যায়।কৃষকরা অনেক সময় এখানে ধানের চারা রোপন করে। বর্ষাকালে খালটি পানিতে পরিপূর্ন থাকে । খালটিতে সর্বদা পদ্ম পাতা পাওয়া যায়। পদ্ম পাতা অবশ্য মানেুষের উপকারে আসে। অনেকে আবার পদ্ম ফুল তুলতে আসে এই খালটিতে । পদ্ম ফুল দেখতে খুব সুন্দর এবং আনন্দদায়ক।