বর্তমানে কুতুবপুর ইউনিয়ন এলাকার আবাদী জমি গুলোর বেশির ভাগ অংশে সরিষা চাষ করা হয়। এবছরও অনেক জমিতে সরিষা চাষ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রকম ফলজ বৃক্ষ চাষ করা হয় যেমন আম, কাঠাল ও লিচু এখান কার প্রধান ফলজ বৃক্ষ। গ্রাম ভিত্তিক ইউনিয়ন টিতে বিভিন্ন রকম ফলজ বৃক্ষ রোপন করা হয়। এখানে আম, কাঠাল, কলা ও লিচু চাষ করা হয়। কুতুবপুর ইউনিয়ন এবছর আম ও কাঁঠালে অনেক টাকা আয় করেছেন। লিচু একটি অতি পুষ্টিকর ফল। এই লিচুর বিভিন্ন জাত আছে । এর মধ্যে দেশি ও বোম্বাই লিচু কুতুবপুর ইউনিয়নে বেশি চাষ হয়েছে। লিচু বিক্রয় করে চাষীরা অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন । কারন লিচু বিক্রয় করে অনেক টাকা আয় করেছেন কৃষকরা। এছাড়া বাড়ীর আঙিগনাতেই দুটি অথবা একটি লিচু ফলের গাছ লাগানো যায় । যা থেকে পরিবারের চাহিদা মেটানো যায়। কুতুবপুর ইউনিয়ন কলা চাষে অনেক এগিয়ে আছে। এখানে কলা খুব ভালো ফলন হয় । এই ইউয়িন কলা চাষ করে সিংহভাগ আয় করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস