Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষায়ক

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২১ সালের রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারী অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সার্বিক উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী দ্যারিদ্র বিমোচন,নারী নির্যাতন বন্ধ, নারী পাচার রোধ, কর্মক্ষেত্রেসহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থ-সামাজিক কর্মকান্ডে নারীর পূর্ণ ও সম অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। হতদরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে পরিচালিত হচ্ছে মাতৃত্বকালীন ভাতা, বিত্তহীন মহিলাদের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত ভিজিডি কর্মসূচী,দারিদ্র বিমোচন ঋণ প্রদান কর্মসূচী । নারীদের কৃষি, সেলাই,ব্লক-বাটিক, হস্তশিল্প, ও বিভিন্ন আয়বর্ধক বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতাবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ,ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা জামানত ঋণ সহায়তা প্রদান ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে ।

 

এনজিও গুলো এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন নারীর ক্ষমতায়নে ও রাজনৈতিক অঙ্গনে নারীকে সক্ষম করার লক্ষ্যে “জয়িতা” এবং “খান ফাউন্ডেশন” কুতুবপুর ইউনিয়নে কাজ করে যাচ্ছে।