Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন করতে যোগাযোগ করুন:-

বিঃ দ্রঃ- অফিস চলাকালিন সময়ে যোগাযোগ করুন।

 

ইউপি চেয়ারম্যান

মোঃ ইদ্রিস আলী

মোবাইল:০১৮১৯-৭০৫৪৩২

১নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ, কার্যালয়।

 

অথবা

 

 

ইউপি সচিব

মোঃ আজিম উদ্দিন

মোবাইল নম্বর: ০১৭১৪৮১৩৬১৭

১নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ, কার্যালয়।

 

কুতুবপুর ইউনিয়ন পরিষদে  মামলা করতে হলে, প্রথমে  মামলার জন্য  বাদীকে, বাদী ও বিবাদীর বিবরন উল্লেখ পূর্বক  আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। এই আবেদন ইউনিয়ন পরিষদে জমা দিলে ইউনিয়ন পরিষদ কর্তৃক ৩ দিনের ভিতর বাদীকে মামলার দিন জানিয়ে দেওয়া হবে এবং বিবাদীকে নোটিশ জারী করা হবে। উক্ত নোটিশে মামলার দিন, তারিখ ও সময় উল্লেখ হরা থাকবে। উক্ত তারিখে ইউপি চেয়ারম্যান তার পরিষদ বর্গ নিয়ে মামলা পরিচালনা করবেন।